জুলাই ১৭, ২০২২
বড় ধরনের ঝুঁকি এড়াতে আশাশুনিতে চাপড়া বেইলি ব্রিজে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা
সমীর রায়, আশাশুনি : আশাশুনি উপজেলার জনগুরুত্বপূর্ণ চাপড়া বেইলি ব্রিজটি ভারী যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় বড় ধরনের ঝুঁকি এড়াতে চালকদের এ ব্রীজটি ব্যবহার না করার অনুরোধ করেছে উপজেলা প্রশাসন। রবিবার বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে এ অনুরোধ করেছেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়ানুর রহমান।
তিনি বলেছেন, উপজেলার যোগাযোগ ব্যবস্থার জন্য সবচেয়ে গুরত্বপূর্ণ চাপড়া বেইলি ব্রিজটি অত্যন্ত নাজুক অবস্থায় উপনীত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে জানা গেছে ব্রিজটি বর্তমান সক্ষমতায় কোন ভারী যানবাহন চলাচলের জন্য উপযুক্ত নয়। এছাড়া ব্রিজের স্পেয়ার পার্টস আর পাওয়া যায় না। ফলে ব্রিজটি কোনভাবে বড় ধরণের ক্ষতির মুখে পড়লে মেরামত কার্যক্রম অত্যন্ত দুরুহ ও সময় সাপেক্ষ হবে। প্রসঙ্গত, শুক্রবার রাতে বেইলি ব্রিজটির আশাশুনির অংশে দুটি পাটাতন ভেঙে যায়। এতে শনিবার সারাদিন চার চাকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রাতে সড়ক ও জনপথ বিভাগের লোকজন এসে ব্রীজটি মেরামত করে। 8,603,922 total views, 11,801 views today |
|
|
|