Site icon suprovatsatkhira.com

ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী

নিজস্ব প্রতিনিধি : ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম’র উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী-২০২২ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১১টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা পৌর পানি সরবরাহ বিভাগ চত্বরে ব্রাক কার্যালয়ে এসে শেষ হয়। এসময় আলোচনা সভা ও বিভিন্ন প্রকার ফলজ গাছের চারা বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর সিনিয়র আঞ্চলিক সমন্বয়কারি আবু মোজাফফর মাহমুদ, সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ৮নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম বাবু, ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আনোয়ার হোসেন মিলন, ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর নুরজাহান বেগম, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর অনিমা রানী মÐল, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক’র জেলা সমন্বয়ক এএসকে আশরাফুল মাশরুদ, মনিটরিং অফিসার উৎপল কুমার দাস, প্রোগ্রাম অর্গানাইজার রাশেদুল হাসান, সবুজ কুমার দাসসহ বিভিন্ন ওয়ার্ডের ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রকল্পের ইয়ুথ গ্রæপের সদস্যবৃন্দ। উক্ত কর্মসূচীর মাধ্যমে সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন এলাকায় মোট ৬০০ পরিবার ও শহর সংলগ্ন লাবসা ইউনিয়ন ও আগরদাড়ি ইউনিয়নে ৪০০ পরিবারের মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচী-২০২২ উপলক্ষ্যে গাছের চারা বিতরণ করা হয়। উল্লেখ্য, ব্র্যাক এর আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম শহরে বিভিন্ন সল্প আয়ের এলাকায় ২০১৭ সাল থেকে অর্থনৈতিক, সামাজিক ও অবকাঠামোগত বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালিত করে চলেছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ব্রাক ইউডিপির ফিল্ড কো অর্ডিনেটর মো. ইউছুফ আলী।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version