জুলাই ১৪, ২০২২
বুড়িগোয়ালিনীতে বেড়িবাঁধে ভয়াবহ ফাটল: ৪টি গ্রাম প্লাবিত হওয়ার শঙ্কা
জি এম রুস্তম আলী, বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পাউবো বেড়িবাঁধে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। এতে পার্শ¦বর্তী ৪টি গ্রাম প্লাবিত হওয়ার শঙ্কায় আছে এলাকাবাসী। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরের ভাটায় আনুমানিক বিকাল সাড়ে ৪ টার দিকে বেড়িবাধে ফাটলের বিষয়টি গ্রামবাসীর নজরে আসে। তাদের ভাষ্যমতে, ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বর নীলকান্ত রপ্তানের বাড়ীর অভিমুখে এই ভাঙন দেখা দিয়েছে। তবে তারা এটাও আশংকা করছেন যে, রাতের জোয়ারের তীব্র তোড়ে এই বাঁধ যদি ভাঙনে রুপান্তরিত হয় সেক্ষেত্রে ৬নং ওয়ার্ডের পশ্চিম দূর্গাবাটি, পূর্ব দূর্গাবাটি, ৫নং ওয়ার্ডের আড়পাঙ্গাশিয়া, ৯নং ওয়ার্ডের পোড়াকাটলা, ৪নং ওয়ার্ডের আংশিক এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন। এ ঘটনার পর স্থানীয়রা সন্ধ্যা থেকে বেড়িবাঁধ মেরামতরে কাজে লেগে পড়েন। মেরামতকালে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা পরিষদের সদ্য সাবেক সদস্য ডালিম কুমার ঘরামী, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জি.এম আব্দুর রউফ, সংশ্লিষ্ট ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য বিকাশ মন্ডল, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মুকুন্দ পাইক, মুন্সিগঞ্জের সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বকুল, সাংবাদিক জি.এম রুস্তম আলী প্রমুখ। বেড়িবাধের স্থায়ী মেরামতে অনতিবিলম্বে পানি উন্নয়ন বোর্ড ও শ্যামনগর উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসী। 8,594,097 total views, 1,976 views today |
|
|
|