এস এম শরিফ : আশাশুনির ফকরাবাদ হাফিজিয়া কওয়ামী মাদ্রাসায় আকষ্মিক বজ্রপাতে সোলার প্যানেল ও বিদ্যুৎ লাইন বিনষ্ট হয়ে গেছে। তবে এতে শিক্ষক-ছাত্রদের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
শুক্রবার বিকাল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মফিজুল ইসলাম জানান- বজ্রপাতের সময় অধিকাংশ ছাত্ররা খানা খাওয়ার জন্য লজিং ম্যানের বাড়িতে থাকায় তাদের কোন ক্ষয়-ক্ষতি হয়নি। মাদ্রাসার সভাপতি আব্দুর রহিম সরদার জানান, ইং ২০০৮ সালে জেলা পরিষদের অর্থায়নে এই মাদ্রাসাটি নির্মাণ করা হয়। মাদ্রাসায় ৩৫ থেকে ৪০ জন ছাত্র আছে। উপজেলা পরিষদের পক্ষ থেকে ১০০ ওয়াটের সোলার প্যানেলটি দেওয়ার পর থেকে ছাত্রগুলো ভালোভাবে পড়াশোনা করে আসছিল। আজ দুপুরে হঠাৎ বজ্রপাতে সোলার প্যানেলটি নষ্ট হয়ে গেছে। নতুন একটি সোলার প্যানেল সেট না হলে কিভাবে ছাত্রদের লেখাপড়া করাবো এটাই ভাবছি। দ্রæত একটি সোলার প্যানেলের জন্য উপজেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন মাদ্রাসার শিক্ষক, ছাত্র ও এলাকাবাসী।