জুলাই ২, ২০২২
প্রতাপনগরে প্রধান সড়কের বেহাল দশা দ্রæত সংস্কার দাবি
সমীর রায়, আশাশুনি: আশাশুনির প্রতাপনগর ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়কের দু’পাশে ধস নেমে গাড়ি চলাচল বন্ধ হবার উপক্রম হয়েছে। সড়কটি দ্রæত মেরামত করা না হলে প্রতাপনগরের সাথে উপজেলা-জেলা সহ সকল এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ার শঙ্কা রয়েছে। বিগত ভয়াবহ ঘূর্ণিঝড় আম্পান ও ইয়াসে ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে ওয়াপদার বেড়ী বাঁধ ভেঙ্গে গেলে ইউনিয়ন পরিষদ থেকে সামান্য উত্তরে প্রধান সড়কের কালভার্ট ভেসে গেলে এলাকার সকল রাস্তা বাড়িঘর, প্রতিষ্ঠান ও মৎস্যঘের, জমির ফসল ভেসে যায়। জোয়ার ভাটায় রাস্তার বিশাল এলাকা জুড়ে ভেঙ্গে গিয়ে নদীতে পরিণত হয়। বাধ্য হয়ে নৌকায় খেয়া পারাপারের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা রক্ষার চেষ্টা করা হয়। পরবর্তীতে সেখানে বাঁধ দিয়ে যোগাযোগ পুনঃস্থাপন করা হয়েছিল। কিন্তু সেখানে টেঁকসই ব্যবস্থা গ্রহণ না করায় সম্প্রতি সড়কটিতে আবারো ফাটল ধরে রাস্তার দু’পাশে রাস্তা সংকীর্ণ হয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্তমানে দু’চাকার যানবাহন চলাচল করতে পারলেও ৩ বা ৪ চাকার যানবাহন চলাচল করতে পাারছেনা। বিষয়টি নিয়ে ইউপি চেয়ারম্যান আবু দাউদ উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তাৎক্ষণিক ভাবে সহায়তা ও নির্মাণ কাজের বরাদ্দ না থাকায় চেয়ারম্যান নিজ অর্থে কাজ শুরু করেছেন। ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ বলেন, প্রথমে বালি ফেলে রক্ষার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। পরে দু’পাশে পাইলিং দিয়ে ভিতরে বালুর বস্তা ফেলে প্রতিরক্ষা ব্যবস্থা করা হচ্ছে। পরে উপরে শক্তমাটি বালি ও ইটের সোলিং করে সড়ক ব্যবহারে উপযুক্ত করা হবে। 8,605,695 total views, 13,574 views today |
|
|
|