Site icon suprovatsatkhira.com

পশ্চিম সুন্দরবনে বিষসহ এক জেলে আটক

জি এম মাছুম বিল্লাহ, সুন্দরবনাঞ্চল প্রতিনিধি : বন্ধের মধ্যে সুন্দরবনে অবৈধ ভাবে মাছ ধরতে যাওয়া এক জেলেকে আটক করেছে বন বিভাগ। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী বন বিভাগের সহকারী বন সংরক্ষক এ কে এম ইকবাল হোসেন চৌধুরীর নেতৃত্বে রবিবার (৩১ জুলাই) দুপুরে তেরকাটি খাল থেকে তাকে আটক করা হয়। আটককৃত জেলে মুন্সিগঞ্জ ইউনিয়নের মৌখালী গ্রামের মো. আব্দুল খালেক শেখের ছেলে মো. আবু সাঈদ (২৯)। এসময় তার সাথে থাকা অপর দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানান আটক হওয়া আবু সাঈদ। সুকৌশলে পালিয়ে যাওয়া অপর দুই সহযোগী হলেন, মৌখালী গ্রামের মৃত মন্তেজ আলীর ছেলে মো. শহিদুল ইসলাম (৪০) ও মৃত কাদের বক্স মোল্লার ছেলে মো. আজিয়ার রহমান (৪২)। ঘটনাস্থল থেকে জেলেদের ব্যবহারকৃত একটি নৌকা, জাল ও বিষ পাওয়া যায়। সুন্দরবনের পাশ পারমিট বন্ধ থাকার সত্তে¡ও প্রতিনিয়ত কিছু অসাধু বিষ প্রয়োগকারী সিন্ডিকেটের সদস্যরা গোপনে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ কে এম ইকবাল হোসেন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘সুন্দরবনে সকল ধরনের অনিয়ম ও দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আটককৃতকে আগামীকাল জেলহাজতে প্রেরণ করা হবে এবং পলাতক দুইজনকে আইনের আওতায় আনা হবে। সুন্দরবনে নিয়মিত টহল জোরদার করা হয়েছে বলেও তিনি জানান’। বিষ দিয়ে মাছের প্রজনন ধ্বংসকারী এই সিন্ডিকেটের সদস্যদের যদি রুখে দেওয়া না যায় তাহলে সুন্দরবন থেকে মৎস্য সম্পদ বিলুপ্ত হয়ে যাবে বলে ধারণা উপক‚লীয় অঞ্চলের সচেতন মহল।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version