জুলাই ৩০, ২০২২
তালায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালন
তালা প্রতিনিধি: শনিবার (৩০ জুলাই) সকালে তালার গোনালী এফসিসিবি মিশন চত্বরে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস-২২ পালিত হয়েছে। ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র বাস্তবায়নে এবং ইন্টারঅ্যাক্ট এর অর্থায়নে, এনসিওর প্রটেক্শন এন্ড জাস্টিস থ্র ইন্টিগ্রেডেট অ্যাপ্রোচ প্রোগ্রামের আওতায় দিবসটি পালন উপলক্ষ্যে এক আলোচনা সভা পাষ্টর রঘুনাথ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস।
ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র প্রোগ্রাম অফিসার রনজিত দাশ’র সঞ্চালনায় এসময় গোনালী এফসিসিবি মিশন প্রজেক্ট ম্যানেজার নীল আর্মস্ট্রং গোমেজ, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক জুলফিকার রায়হান, অন্ত্যজ নেত্রী সোমা সরকার প্রমুখ বক্তৃতা করেন। সভায় শিক্ষক, ধর্মীয় নেতা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। এসময় মানব পাচারের ধরন, প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টির উপর আলোচনা হয়। 8,579,938 total views, 7,708 views today |
|
|
|