Site icon suprovatsatkhira.com

চার পেরিয়ে পাঁচ বছরে দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা

সত্য প্রকাশে ভীতিহীন মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার সূতিকাগার সাতক্ষীরার গণমানুষের প্রাণের পত্রিকা দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা’র আজ চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী। ২০১৮ সালের ৩০ জুলাই সত্য প্রকাশের ব্রত নিয়ে পথ চলা শুরু করে পত্রিকাটি। হাটি-হাটি পা-পা করে দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন পূর্বক চতুর্থ বছর পার করে পঞ্চম বছরে পদার্পন করছে। এজন্য পত্রিকার পক্ষ থেকে পত্রিকার জন্মদিনের এ শুভ ক্ষণে পত্রিকার পাঠক, শুভানুধ্যায়ী, শুভাকাক্সক্ষী, বিজ্ঞাপনদাতা, সাংবাদিক, প্রতিনিধি, বিপণন-কর্মী ও সুধীজনসহ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনাদের সকলের সহযোগিতায় দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা আজ সাতক্ষীরার গণমানুষের অন্যতম জনপ্রিয় পত্রিকা হিসেবে পাঠকপ্রিয়তা ও জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার প্রতিষ্ঠাতা সাতক্ষীরা জেলার উজ্জল নক্ষত্র, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক একেএম আনিছুর রহমান। বিগত বছরের এই দিনেও তিনি আমাদের মাঝে ছিলেন। কিন্তু আজ তিনি আমাদের মাঝে নেই। দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন পরোপারে। আমরা দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার প্রতিষ্ঠাতা মরহুম একেএম আনিছুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করি। তিনি আমাদের মাঝে না থাকলেও আমরা তাঁর দেখানো সত্যের পথেই অনবরত হাটছি। আপনারা জেনে খুশি হবেন যে, শত প্রতিকূলতার মাঝেও দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার প্রচার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আমাদের মুদ্রন সংখ্যা আজও কমেনি। আমরা পেশাগত দক্ষতা ও উৎকর্ষ অর্জনে সর্বদা সচেষ্ট ছিলাম, আছি এবং থাকবো। আমরা দেশ তথা জনগণের উন্নয়নের সহযোগী হব। আমরা গণতন্ত্র আর মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের মূল্যবোধ ও চেতনা বুকে ধারন করে চলছি এবং চলবো। নারী-শিশুর অধিকার ও সংখ্যালঘু অধিকারের জন্য জোরালো ভূমিকা রাখবো। সে লক্ষে আমরা অবিচল রয়েছি এবং আগামীতেও থাকবো। আমরা ভেবে আপ্লুত বোধ করি যে, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা উত্তোরত্তর সামনের দিকেই এগিয়ে চলেছে। ইতিমধ্যে আমরা সারা জেলায় মাইলফলক অতিক্রম করেছি। জেলার শীর্ষ স্থানীয় পত্রিকার সাথে জরিপে আমাদের প্রতিদিনের পাঠকসংখ্যা, জরিপকারী পেশাদার প্রতিষ্ঠানের হিসাব অনুযায়ী আমাদের প্রচার সংখ্যা অনেক বেড়েছে। কাজেই পাঠক সংখ্যাও অনেক বেড়েছে। প্রচার ও পাঠক সংখ্যা বৃদ্ধিই দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার প্রতি আপনাদের ভালোবাসার প্রমাণ। কাজেই আমরা আপনাদের সহযোগীতায় স্বাধীন, নিরপেক্ষ, সৎ ও নির্ভীক সাংবাদিকতা চলমান রাখবো। আমরা কোন দলের মুখপাত্র হব না, জনগনের পক্ষে সত্য বলতে পিছুপা হব না। আমরা পেশাদারি দক্ষতা ও উৎকর্ষ অর্জনে সর্বদা সচেষ্ট থাকবো। সে লক্ষে আমরা অবিচল রয়েছি। এছাড়া বর্তমান ডিজিটাল বাংলাদেশের সাথে তাল মিলিয়ে পত্রিকার জন্ম থেকেই আমরা দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার অনলাইন ভার্সন চালু করেছি। যার মাধ্যমে মুহূর্তেই আমরা আমাদের জেলার ইতিবাচক খবর সারা দেশ তথা সমগ্র বিশে^ ছড়িয়ে দিতে পারছি। সারা জেলায় ছড়িয়ে থাকা অনেক পাঠক, যাঁরা নিজেরাই প্রতিনিয়ত নানা রকমের ভালো কাজ করে দৃষ্ঠান্ত স্থাপন করে চলেছেন তাঁরাই আমাদের পথচলার অন্যতম অনুপ্রেরণা। আসুন আমরা সম্মিলিতভাবে সাতক্ষীরা জেলাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাই।

মো. মাজহারুল ইসলাম
উপ-সম্পাদক, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version