পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রী কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সুব্রত কুমার দাশের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) বেলা ১২ টায় শিক্ষক মিলনায়তনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল গফফারের সভাপতিত্বে ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ফকির আহমেদ শাহের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির সদস্য মহসিন মোড়ল, বিদায়ী অধ্যাপক সুব্রত কুমার দাশ, মো: আতিয়ার রহমান, আব্দুল গফুর, বিপ্লব ভদ্র, সরদার রফিকুল ইসলাম, রকিব মাহমুদ, আহলাদ চন্দ্র দাশ, আব্দুস সোবহান, সরদার নুরুল ইসলাম, আনন্দ মোহন মন্ডল, মো: নাজমুল হক, রহিমা খাতুন, লক্ষী রানী দাশ, শামীমা সুলতানা প্রমুখ।
শিক্ষকরা বর্ণাঢ্য আয়োজনে অধ্যাপক সুব্রত কুমার দাশের বিদায় অনুষ্ঠান সম্পন্ন করেন। এসময় তাকে ঘোড়ার গাড়ীতে চড়িয়ে পাটকেলঘাটা বাজার প্রদক্ষিণ করে বাসায় পৌছে দেন। অধ্যাপক সুব্রত কুমার দাশ ১৪ আগস্ট ১৯৮৯ সালে পাটকেলঘাটা কলেজে ইতিহাসের প্রভাষক হিসাবে যোগদান করেন। ২০ জুলাই ২০২২ তার কর্মজীবনের ৬০ বছর পূর্ণ হওয়ায় এ কলেজে ৩৩ বছর ধরে অধ্যাপনা করে চাকরী জীবন সমাপ্তি টানেন। বিদায় অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে যান। এ বিদায়ে তিনি নিজে কাঁদলেন সকলকে কাঁদালেন।