Site icon suprovatsatkhira.com

গাবুরায় জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ

গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগর উপজেলার গাবুরায় জুয়া খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে হয়েছে। শনিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টার সময় ৯নং সোরা গ্রামে একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। জানা যায়, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দুই দেশের মধ্যে কোন দেশ উন্নত এই নিয়ে জিয়াদ মোড়লের ছেলে জনাব আলী ও একই গ্রামের মৃত আক্কাজ গাজীর ছেলে আল আমিনের মধ্যে ৫০০ টাকা বাজি ধরা হয়। কিন্তু গুগল সার্চে দেখা যায় ওয়েস্ট ইন্ডিজ কোনো দেশ না এই নিয়ে দুজনের মধ্যে তর্ক বির্তক শুরু হয়।

তর্কের এক পর্যায়ে জিন্নাত গাজী (৪৫), রেজাউল হোসেন (৪০) ও আলামিন হোসেন (৩৪) কে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে গুরুতর আহত করেন। মারামারির এক পর্যায়ে চায়ের দোকানে থাকা লোকজন মারামারি থেকাতে গেলে জিন্নাত গাজী তাদের উপর চড়াও হয়ে উঠেন। সবার নিষেধ উপেক্ষা করে জিন্নাত গাজী জনাব আলীকে আবারো আঘাত করেন। জিন্নাত গাজীর আঘাতে জনাব আলী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলে ভয়ে তারা বাড়ি থেকে পালিয়ে যান। পরবর্তীতে জনাব আলীর বাড়ীর লোকজন এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শ্যামনগর সদর হাসপাতালে নিয়ে গেছেন। ৯নং সোরা গ্রামের ইউপি সদস্য জি,এম মনজুর হোসেন এর কাছে জানতে চাইলে তিনি ৯নং সোরা গ্রামের আল আমিন ও জনাব আলীর দু’পক্ষের মধ্যে সংঘর্ষের বিষয় নিশ্চিত করেন। তিনি আরো বলেন জনাব আলীকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো চিকিৎসার জন্য।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version