নিজস্ব প্রতিনিধি : আশাশুনির প্রতাপনগর ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের নির্মাণাধীন বেড়ীবাঁধ ছাপিয়ে লোকালয়ে পানি ঢুকেছে। ঠিকাদারের গাফিলতি বা অনিয়ম দুর্নীতি ও পাউবো কর্তৃপক্ষের অবহেলা, সংশ্লিষ্টতা ও সদিচ্ছার অভাবে কাজ যথাযথ ভাবে সম্পন্ন না হওয়ায় দুরাবস্থা ও শঙ্কা লেগেই আছে। প্রত্যেকটি গোণে বাঁধ ভেঙ্গে প্লাবিত হওয়ার শঙ্কায় দিনাতিপাত করতে বাধ্য হচ্ছে প্রতাপ নগরবাসী। কুড়িকাহুনিয়া লঞ্চ ঘাটের দক্ষিণ পাশে ঠিকাদারি প্রতিষ্ঠান কপোতাক্ষ এন্টারপ্রাইজ বাঁধের কাজ করছে। কিন্তু সিডিউল অনুযায়ী কাজ না করায় ওই স্থানের ঝুঁকিপূর্ণ অবস্থা কাটছে না।
গত দু’দিন ধরে কপোতাক্ষ নদ ভাঙনের ফলে ইউনিয়নের অন্যতম ঝুঁকিপূর্ণ ও ভয়াবহ স্থান কুড়িকাহুনিয়া লঞ্চ ঘাটের দু’পাশে পাউবো’র বাঁধের উপর দিয়ে ভরা জোয়ারের সময় নদের পানি ওভারফ্লো হয়ে লোকালয়ে প্রবেশ করে। স্থানীয় ভাবে রক্ষার চেষ্টা করা হলেও কার্যকর হচ্ছে না।
ইতিপূর্বে এসব অনিয়ম ও দুর্নীতি নিয়ে বিভিন্ন পত্রিকায়, মিডিয়ায় ও সোস্যাল মিডিয়ায় খবর প্রকাশিত হলেও কার্যকর কোন পদক্ষেপ নেওয়া হয়নি।
বিষয়টি স্থানীয়রা এসও আলমগীর হোসেনকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে যাবেন বলেও যাননি। সেখানে জিও কম্বল দিয়ে কাজ করার অনুরোধ জানানো হলেও তিনি আমলে নেননি। এলাকা বাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা তাৎক্ষণিক ভাবে দু’টি জিও কম্বলের রোল সরবরাহ করার অনুরোধ জানান কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে বাধ রক্ষায় মাটি ফেলানো হলেও নদীর পনির ঢেউয়ে তা পুনরায় নদীতে চলে যাচ্ছে।
এ ব্যাপারে পাউবো’র এসও আলমগীর হোসনের মোবাইলে বারবার রিং করা হলেও তিনি রিসিভ করেননি।