Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে বসতবাড়ির উপর দিয়ে বিদ্যুতের তার নেওয়ায় জীবনের ঝুঁকিতে একটি পরিবার

নিজস্ব প্রতিনিধি: অভিযোগ, বাঁধা উপেক্ষা করে বসতবাড়ি ও গাছের মধ্য দিয়ে পল্লী বিদ্যুতের তার নেওয়ায় জীবনের ঝুঁকিতে একটি গরিব অসহায় পরিবার।

যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনায় আশঙ্কা বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে। কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পূর্ব মৌতলা গ্রামে মঙ্গলবার (১৯ জুলাই) সকাল ১০টার দিকে গেলে এ ঘটনার সত্যতা মেলে।
ভুক্তভোগী আব্দুল কাদের কালিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজারের নিকট গত ১০মে লিখিত প্রতিকার চেয়েও প্রতিকার পায়নি।

লিখিত অভিযোগ ও একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানান, মৌতলা গ্রামের ওলিউর রহমান, জাকির হোসেন, জুলফিকার, চম্পা বেগম পল্লী বিদ্যুতের মিটারের জন্য আবেদন করেন।
কিন্তু ওই এলাকায় বিদ্যুতের খুঁটি না থাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়নি। পরে পল্লী বিদ্যুতের ঠিকাদারের মাধ্যমে জোরপূর্বক বাঁধা অপেক্ষা করে বসতবাড়ি এবং গাছের উপর দিয়ে বিদ্যুতের তার টেনে নিয়ে সংযোগ দেয়।
এতে করে বিদ্যুতের তারের সঙ্গে গাছের পাতার সংঘর্ষে আগুন ধরে যায় মাঝে মাঝে। ফলে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।

বর্তমানে খুঁটি সহ তার অপসারণ না করলে এলাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনায় আশঙ্কা বিরাজ করছে।
কালিগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের অতিরিক্ত জেনারেল ম্যানেজারের নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, এ সংক্রান্ত বিষয়ে কোনো অভিযোগ তারা পায়নি। তবে অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দ্রæত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version