Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় তৃতীয় পর্যায়ে ৩৫ পরিবার পেয়েছে মুজিব বর্ষের উপহারের ঘর

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ভুমিহীন ও গৃহহীনদের আশ্রায়ন প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে ৩৫ টি পরিবারের মাঝে মুজিব বর্ষের উপহারের জমি ও ঘরের দলিল হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২১জুন) সকালে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারা দেশ ব্যাপি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনের পর কলারোয়া উপজেলা হলরুমে নির্বাহী অফিসার ইউএনও রুলী বিশ্বাসের নেতৃত্বে দলিল হস্তান্তর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজা রশীদ।

উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা ইউএনও রুলী বিশ্বাস বলেন, উপজেলায় এ পর্যন্ত ১৪০টি পরিবারের মাঝে জমি – গৃহ হস্তান্তর করা হয়েছে। প্রতিটি সুবিধাভোগীকে দুই শতক জমির উপরে ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে নির্মাণাধীন ৮০টি ঘরের মধ্যে ৩৫ টি ঘরের কাজ সম্পন্ন হওয়ায় আজ সুবিধাভোগীদের মাঝে দলিল হস্তান্তর করা হয়েছে। অন্য ৪৫টি গৃহ পর্যায়ক্রমে সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর করা হবে। এছাড়াও নতুন ক্রয়কৃত ৮৬.২৫ শতাংশ জমিসহ মোট ১১৮.১৯ শতাংশ জমি ক্রয় করা হবে। সেখানে আরও গৃহ নির্মান করা হবে।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌরসভার মেয়র মাষ্টার মনিরুজ্জামান বুলবুল, সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নছর, প্রফেসর আবু তালেব, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা এইচএম রোকুনুজ্জামান, ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহা, রবিউল হাসান, শেখ সোহেল রানা, অধ্যাপক আবুল কালাম , আফজাল হোসেন হাবিল, বেনজির হোসেন হেলাল, সম মোরশেদ আলী ভিপি, মোয়াজ্জেম হোসেনসহ বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক রাজনৈতিক কর্মকর্তা জনপ্রতিনিধি ও সুবিধাভোগী প্রমূখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version