জুলাই ১২, ২০২২
কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনি
ফারুক হোসাইন রাজ, কলারোয়া: বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে সাতক্ষীরা কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয় ১৯৯৩ সালে প্রতিষ্ঠার পর এই প্রথম সাবেক ও বর্তমান ২২টি ব্যাচের শিক্ষার্থীদের সমন্বয়ে ঈদ পুনর্মিলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১১ জুলাই) দুপুরে অনুষ্ঠানটির আয়োজন কমিটির আহŸায়ক সাবেক শিক্ষার্থী জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে স্কুল প্রাঙ্গণ থেকে শিক্ষক শিক্ষার্থীদের অংশ গ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে দমদম বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় গিয়ে শেষ হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আব্দুর রহিম অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিদ্যালয়ের সভাপতি শেখ আব্দুল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় প্রধান শিক্ষক বলেন, বিদ্যালয়ে যখন শিশুরা এসে ভর্তি হয় তখন বয়সে তারা খুবই ছোট থাকে। দীর্ঘদিন শিক্ষকদের পাঠদান গ্রহণের পর মাধ্যমিক সার্টিফিকেট অর্জন করে বিশ্ব বিদ্যালয়ে ভর্তি হয়ে লেখা পড়ার শেষ করে কর্মজীবনের চলে যায়। দীর্ঘসময় ধরে তাদের সাথে যোগাযোগ থাকে না কিন্তু আশীর্বাদটা থেকে যায়। ১৯৯৩ সালে স্কুল প্রতিষ্ঠার পর এই প্রথম বিদ্যালয় মুখরিত ও আনন্দঘন পরিবেশে ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত হয়েছে। সাবেক বর্তমান ছাত্র ছাত্রীদের এক সাথে পেয়ে তাদের অনুভূতি শুনে বুকটা আনন্দে ভরে গেছে তারা যেখানে থাকে আল্লাহ যেন সন্তানতুল্য সকল ছাত্রছাত্রীদের ভালো রাখেন। পুনর্মিলন অনুষ্ঠানে আয়োজক কমিটির উপদেষ্টা সাবেক শিক্ষার্থী আবু তালেব, আতিয়ার রহমান, শামিম হোসেন, রহিম রাজ, আতিক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীরা শিক্ষকদের জন্য মঙ্গল কামনা করে সম্মাননা স্মারক প্রদান করেন। সাবেক শিক্ষার্থী গাজী হারুনুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল আজিজ, সহকারী শিক্ষক জিএম আব্দুল হামিদ, বাসুদেব কুমার ঘোষ, অলক কুমার শফিকুল ইসলাম, আব্দুল ওহাব, রফিউল্লাহ, রফিকুল ইসলাম, ওলিউর রহমান, শিক্ষিকা শাহানাজ বেগমসহ সাবেক বর্তমান শিক্ষক শিক্ষার্থী প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন, সাবেক শিক্ষার্থী আমজেদ হোসেন, ইমন হোসেন, শামিম হোসেন প্রমূখ। 8,581,624 total views, 9,394 views today |
|
|
|