জুলাই ২১, ২০২২
ই টাইম প্রলোভনে সর্বশান্ত উপকূলের তরুণ-যুবকরা
জি এম মাছুম বিল্লাহ, সুন্দরবনাঞ্চল প্রতিনিধি : ‘সমিতির কিস্তির টাকা তুলে টাচ ফোন কিনে ই টাইমে ঢুকিয়েছিলাম। ভেবেছিলাম এক মাসে তিনগুণ টাকা পাবো। তা দিয়ে ভ্যানের নতুন ব্যাটারী কিনে সংসারের খরচ চালাবো। কিন্তু ই টাইম বন্ধ হুয়ে গেছ। এখন কি করব, কিভাবে সমিতির টাকা শোধ করবো, আর সংসার কি কুরে চলবে’। এমনটি বলছিলেন শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে কলবাড়ি গ্রামের মৃত শামছুল হকের ছেলে পাগল প্রায় ভ্যান চালক নুর মোহাম্মদ (৪২)। শ্যামনগর উপজেলায় নুর মোহাম্মদের মত হাজারো যুবক সর্বশান্ত হয়েছেন ই টাইমের কবলে পড়ে। মহাজনের নিকট থেকে সুদে, সমিতির কিস্তি উঠিয়ে, ব্যাংক লোন নিয়ে ও নিজের সঞ্চয়কৃত টাকা বেশি লাভের আশায় অনলাইন প্লাটফর্ম ই টাইমে জমা রেখেছে প্রায় প্রতিটি পরিবার। অনেকে দুই তিনটা আইডি খুলে বসে আছে। বৃহস্পতিবার ২১শে (জুলাই) বিকাল ৫টা থেকে ই টাইমের সার্ভারে সমস্যা দেখা যায়। তারপর থেকে উপজেলার মুন্সিগঞ্জ বাজারে উঠতি বয়সীদের দোড়ঝাপ দেখে বিষয়টা কিছুটা নিশ্চিত হওয়া যায় অনলাইন প্লাটফর্মের প্রতারণার শিকার হয়েছেন তারা। আস্তে আস্তে প্রতারিতদের সংখ্যা বাড়তে থাকে ধারণা করা হচ্ছে উপকূলীয় এলাকা থেকে প্রায় কোটি ও সারা বাংলাদেশ থেকে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা অনলাইন প্লাটফর্ম ই টাইম। সারা বাংলাদেশে ই টাইমের চার লক্ষ গ্রাহক আছে বলে ই টাইমের টেলিগ্রাম মাধ্যম থেকে জানা যায়। ই টাইমের সার্ভার বন্ধ হওয়ায় উপকূলীয় এলাকার তরুণ ও যুবকদের মধ্যে হতাশার ছাপ স্পষ্ট চোখে পড়ার মতো। তাদের দাবি যে সমস্ত নাম্বারে বিকাশ ও নগদ এর মাধ্যমে টাকা নিয়েছে ই টাইম সেই সমস্ত নাম্বার ট্রাকিং করে খুঁজে বের করে আইনের মাধ্যমে ভূক্তভোগীদের টাকা ফিরিয়ে দেওয়া হোক। 8,592,086 total views, 8,772 views today |
|
|
|