জুলাই ২৩, ২০২২
আশাশুনিতে মৎস্য সেক্টরে অগ্রগতি প্রচারে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য তুলে ধরে সংবাদ সম্মেলন করেছে উপজেলা প্রশাসন। ২০২১-২২ অর্থ বছরে আশাশুনির বিভিন্ন জলাশয়ে রাজস্ব বাজেটের আওতায় ০.৫০৪ মে.টন মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলার মোট ৫০০ মৎস্যজীবি ও মৎস্যচাষীকে প্রশিক্ষন প্রদান করা হয়েছে। মৎস্য দপ্তর থেকে ৪০০ জন নতুন পুরানো মৎস্যচাষী-মৎস্যজীবি ও উদ্যোক্তার খামার পরিদর্শন ও পরামর্শ প্রদার করা হয়েছে। তাছাড়া ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প’ এর আওতায় বিভিন্ন জলাশয়ে ১ হেক্টর প্রদর্শনী পুকুর স্থাপন করে তাদের কারিগরি সহায়তা দেওয়া হয়েছে। বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ ও নদীতে নীলনেট ব্যবহার করে রেনু পোনা আহরণ ঠেকাতে ভ্রাম্য আদালত পরিচালনা করা হয়েছে।
উপজেলার ৬৭৬২ জেলেদের আইডি কার্ড প্রদান করা হয়েছে। ২০ মে থেকে ২৩ জুলাই ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ থাকায় জেলেদের মাথা প্রতি ৮৬ কেজি চাউল প্রদান করা হবে। যার মধ্যে ১১৮৪ জন সমুদ্রগামী জেলেকে ৫৬ কেজি হারে চাউল ইতোমধ্যে বিতরণ করা হয়েছে। এরপর থেকে প্রতি বছর ৪৫৫০ জন জেলেকে মাছ ধরা বন্ধ থাকার সময় চাউল বিতরণ করা হবে। 8,603,889 total views, 11,768 views today |
|
|
|