নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে ভ্রাম্য মান আদালতে ৫০ কেজি বাগদা চিংড়ি বিনষ্ট করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ ইয়ানুর রহমান ভ্রাম্যামান আদালত পরিচালনা করে এ রায় দেন।
সকালে আশাশুনি সদর ইউনিয়নের শীতলপুর গ্রামের মৃত মালেক গাজীর ছেলে শোয়েব গাজী (৫০)কে বাগদা চিংড়িতে অবৈধ পুশ করার অপরাধে তার মাছ জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালতে সাজা অনুযায়ী ঐ দিন বেলা আড়াই টায় মানিকখালি ব্রিজের উপর থেকে খোলপেটুয়া নদীতে ফেলে পুশ কৃত মাছগুলো বিনষ্ট করা হয়। এ সময় উপজেলা সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/