জুলাই ২০, ২০২২
আশাশুনিতে ভূমহীনদের জমি ও গৃহ প্রদান প্রচার বিষয়ক ভার্চুয়াল মিটিং
নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায় (২য় ধাপ) জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান বহুল প্রচারের জন্য ভার্চুয়াল মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিং করা হয়েছে। বুধবার (২০) জুলাই সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমান এ জুম মিটিংয়ের অনুষ্ঠান পরিচালনা করেন। জুম মিটিংয়ে আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভূজিৎ মÐলসহ অন্যান্য নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিম, প্রভাষক দিপঙ্কর বাছাড় দিপু, দিপঙ্কর সরকার দিপ, শেখ মিরাজ আলী, হোসেনুজ্জামান হোসেন, মাহবুবুল হক বাবলু, ওমর সাকি ফেরদৌস পলাশ, রুহুল কুদ্দুস, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, সকল সরকারী কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ অংশ নেন। সভায় বৃহস্পতিবার মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমহীন ও গৃহ প্রদান অনুষ্ঠান পত্রপত্রিকাসহ সকল মিডিয়ায় ব্যাপক সম্প্রচারের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। 8,603,688 total views, 11,567 views today |
|
|
|