জুলাই ২৪, ২০২২
আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা জামাত আলী’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা জামাত আলী’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। শনিবার রাত ১২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত হরমুজ গাজীর ছেলে বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি সদস্য জামাত আলী মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৫)। তিনি দুই স্ত্রী চার ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। রবিবার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়ানুর রহমানের উপস্থিতিতে মরহুম বীর মুক্তিযোদ্ধাকে জেলা ও আশাশুনি থানা পুলিশের একটি চৌকিশ দল গার্ড অফ অনার প্রদান করেন। পরে শ্রীকলশ পুরাতন জামে মসজিদ চত্বরে মরহুমের জানাজা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। শ্রীকলশ পুরাতন জামে মসজিদের ইমাম মাওঃ মুক্তাজুল ইসলামের পরিচালনায় জানাজা নামাজে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম, লিয়াকত আলী, সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, প্রধান শিক্ষক আব্দুর রহিম, আবুল কালাম আজাদ, যুবলীগের সাধারণ সম্পাদক মহিতুর রহমান, আশাশুনি থানার সেকেন্ড অফিসার এসআই গোলাম মোস্তফা ও এসআই ইমরান হোসেন, ইউপি সদস্য শাহিনুর আলম সহ বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 8,601,435 total views, 9,314 views today |
|
|
|