সমীর রায়, আশাশুনি : আশাশুনির বড়দলে গ্রামীণ ও দুস্থ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে দূর্গত এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার দক্ষিণ বড়দল কমিউনিটি ক্লিনিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উন্নয়ন প্রচেষ্টার যৌথ আয়োজনে পিকেএসএফ ও এফসিডিও এর সার্বিক সহযোগিতায় এ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়েছে।
সকাল থেকে দুপুর পর্যন্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. দীপন বিশ্বাসের পরিচালনায় মেডিকেল অফিসার ডা. মোস্তফা নাহিয়ান হাবিব, ডা. কৃষ্ণা বসাক, ডা. মিনাক কুমার বিশ্বাস শিশু, গাইনী, গর্ভবতী ও সাধারণ রোগীদের সেবা প্রদান করেছেন। এদিন ক্যাম্পে মোট ২১০ জন (তন্মধ্যে ৬৫ জন ভায়া রোগী) রোগী সেবা গ্রহন করেছেন।
চিকিৎসকদের সহযোগিতা করেন সিনিয়র স্টাফ নার্স হাচিনা খাতুন, আমেনা খাতুন, স্বাস্থ্য পরিদর্শক মাহবুবুর রহমান, কবির আহমেদ, সহ-স্বাস্থ্য পরিদর্শক রহমত আলী, মোক্তারুজ্জামান স্বপন, সিএইচসিপি দীপা রাণী কুন্ড।