জুলাই ২১, ২০২২
আশাশুনিতে ঘর পেয়েছে ৫৪ গৃহহীন-ভূমিহীন পরিবার
সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ৩য় পর্যায় (২য় ধাপ) জমি ও গৃহ প্রদান কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার ৫৪ গৃহহীন-ভূমিহীন পরিবারের মধ্যে গৃহ ও জমির মালিকানা হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে সারাদেশের মত ভার্চ্যুয়াল পদ্ধতিতে প্রধান অতিথি হিসেবে ২৬ হাজার ২২৯ টি গৃহহীন-ভূমিহীন পরিবারের মধ্যে দলিল ও মালিকানা হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। উদ্বোধন শেষে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়ানুর রহমানের সভাপতিত্বে উপজেলার ৫৪ গৃহহীন-ভূমিহীন পরিবারের মধ্যে দলিল ও মালিকানা হস্তান্তর করেন অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী, ওসি (তদন্ত) জাহাঙ্গীর হোসেনসহ সকল দপ্তরের প্রাতিষ্ঠানিক প্রধানগণ। আশাশুনিতে মোট ভূমিহীন পরিবারের সংখ্যা ১০৯৭টি। চলমান ৩য় পর্যায়ে (২০২১-২২) মোট বরাদ্দকৃত একক গৃহের সংখ্যা ১৪৭টি। ১ম ধাপে ২৬ এপ্রিল ২০২২ তারিখে হস্তান্তর করা হয় ৪৭টি, ২য় ধাপে ২১ জুলাই ৫৪টি এবং নির্মানাধীন রয়েছে ৪৬টি গৃহ। ১ম, ২য় ও ৩য় পর্যায়ে চলতি ২০২১-২২ অর্থবছর পর্যন্ত আশাশুনি উপজেলায় বরাদ্দকৃত মোট একক গৃহের সংখ্যা ৬৭৫টি। একক গৃহ নির্মানের লক্ষ্যে উপজেলাধীন ১৩.৫০ একর সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছৈ। গত বছর ২০২১ সালে এ কার্যক্রমের ১ম ধাপে ২৩ জানুয়ারি জমির মালিকানা সহ ২৬৮টি ও ২য় পর্যায়ে ২০ জুন ২৬০টি একক গৃহ সহ ২ শতক জমির দলিল হস্তান্তর করা হয়েছিল। 8,603,932 total views, 11,811 views today |
|
|
|