জুলাই ৩০, ২০২২
সুপ্রভাত মানুষের অধিকারের এক দৃষ্টান্তমূলক প্লাটফর্ম জান্নাতুল মাওয়া
![]() ‘সুপ্রভাত সাতক্ষীরা’ শুধু একটা পত্রিকার নাম নয় এটি সাতক্ষীরার গণমানুষের কন্ঠস্বরও। এই জনপ্রিয় পত্রিকাটি আজ চারটি বছর পূর্ণ করে পঞ্চম বছরে পা রেখেছে। পত্রিকাটি শুরু থেকে মানুষের অধিকারের মুখপাত্র হিসেবে কাজ করে আসছে। সুপ্রভাত সাতক্ষীরার এই অর্জনকে পাঠক হিসেবে আমি সাধুবাদ এবং অভিনন্দন জানাই। 5,705,436 total views, 4,272 views today |
|
|
|