Site icon suprovatsatkhira.com

সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ৩টি ট্রলার আটক

কয়রা প্রতিনিধি : সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ নীলকমল অভ্যয়রন্যে কেন্দ্রের বালিরগাং নদীর ডানপাশেরখাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রবেশ নিষিদ্ধ সময় মাছ ধরার অভিযোগে ২টি ফিশিং ও ১ টি ইঞ্জিন চালিত ট্রলার আটক করেছে বন বিভাগ। এ সময় জাটকা ইলিশ সহ বিভিন্ন প্রজাতির ৩ শ কেজি পচা মাছ, ইলিশ ধরার জাল ও বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

জানা গেছে সুন্দরবন পশ্চিম বন বিভাগের ডিএফও ড. আবু নাসের মোহসীন হোসেনের নির্দেশক্রমে শুক্রবর বেলা ১১ টার দিকে নীলকোমল টহল ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আঃ হাকিমের নেতৃত্বে ও বন বিভাগের বিভিন্ন ইউনিটের সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে এ সকল ট্রলার, মাছ,জাল সহ অন্যান্য মালামাল আটক করা হয়। অভিযান টের পেয়ে ট্রলারে থাকা অসাধু জেলেরা গহীন সুন্দরবনে পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃত ফিশিং ট্রলারের আনুমানিক মুল্য প্রায় ১৫ লক্ষ টাকা। অভিযানের সময় কোষ্টগার্ডের সদস্যেদের সহযোগিতা নেওয়া হয়। সুন্দরবন পশ্চিম বন বিভাগের ডিএফও ড.আবু নাসের মোহসীন হোসেন বলেন, এ ব্যাপারে বন আইনে ব্যবস্থা গ্রহন করা হয়েছে। সুন্দরবনের সম্পদ রক্ষায় বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version