জুলাই ১, ২০২২
সাতক্ষীরায় সনাতন হিন্দুধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা পালিত
![]() নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ, উদ্দীপনা আর ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন হিন্দুধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেল সাড়ে চারটায় পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ির নাটমন্দিরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হিন্দু নেতারা বলেন, শ্রী শ্রী জগন্নাথ দেব এর রথযাত্রা একটি হিন্দু পরম্পরা। দেশ ও জাতির কল্যাণে যুগযুগ ধরে এ রথযাত্রা পালিত হয়ে আসছে। তবে মহামারী করোনার কারণে দুই বছর ধরে এ অনুষ্ঠান করা সম্ভব হয়নি। এক সময় ভারতের উড়িষ্যা রাজ্যের পুরীতে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রাকে নিয়ে ঐতিহ্যবাহি রথযাত্রা শুরু হলেও তা আজ বিশ্বের বিভিন্ন দেশে সাড়ম্বরে পালিত হচ্ছে। তবে স¤প্রতি একটি গোষ্ঠীর কারণে দেশের অসা¤প্রদায়িক চেতনা নষ্ট হচ্ছে। এর বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে।
এরপর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে মায়ের বাড়ি থেকে রথে শ্রীশ্রী জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রাকে রথে বসিয়ে যাত্রা শুরুতে ফিতে কেটে এর উদ্বোধন করেন সাংসদ মীর মোস্তাক আহম্মেদ রবি। কয়েক হাজার নারী, পুরুষ ও শিশুর অংশ গ্রহণে বিভিন্ন বাদ্যযন্ত্র, শঙ্খ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে আনন্দ উল্লাস করতে করতে রথের দড়ি ধরে টানতে শুরু করেন। র্যালিটি সাতক্ষীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো মায়ের বাড়িতে যেয়ে শেষ হয়। আগামি ৯ জুলাই উল্টো রথের মধ্য দিয়ে শেষ হবে নয় দিন ব্যাপি রথযাত্রার অনুষ্ঠান। 9,112,095 total views, 16,234 views today |
|
|
|