Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব মূলক প্রকল্পের আওতায় সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৫ জুলায়) বেলা ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে ও ইকিউএমএস কনসালটিং এবং বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে ও ইকিউএমএস কনসালটিং লিমিটেডের পরিবেশ পরামর্শক মামুন রেজার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক, জেলা ট্রাফিক পুলিশের টিআই এডমিন শ্যামল কুমার চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার অর্ঘ্য দেবনাথ, মেডিকেল অফিসার ডা: জয়ান্ত সরকার, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি ছাইফুল করিম সাবু প্রমুখ।

কর্মশালায় এ প্রকল্পের লক্ষ্যমাত্রা নিয়ে বলা হয়, ৬৪ জেলায় শব্দ দূষণের প্রাথমিক তথ্য- উপাত্ত জরিপ করা, বিভাগীয় শহরের পূর্বে জরিপকৃত ফলাফলের সাথে নতুন জরিপকৃত ফলাফলের তুলনা করা, শব্দ দূষণের উৎস চিহ্নিত করা, শব্দ দূষণের বিষয়ে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি করা, শব্দ দূষণ নিয়ন্ত্রণে বিশেষজ্ঞদের মতামত নেয়া ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে সুপারিশ প্রণয়ন করা এ প্রকল্পের মূল লক্ষ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version