জুলাই ২৩, ২০২২
শ্যামনগরে তিন রুটে চালু হল বাসের গেটলক সার্ভিস
সুন্দরবনাঞ্চল প্রতিনিধি : শ্যামনগরে দীর্ঘ ৫বছর পর আবারও বাসের গেটলক সার্ভিস চালু হচ্ছে। গেটলক সার্ভিস চালুর খবরে যাত্রী সাধারনের মধ্যে আনন্দমুখর পরিবেশের হাওয়া বইছে। সাতক্ষীরার উপকূলীয় অঞ্চল মুন্সিগঞ্জ, নওয়াবেকী ও ভেটখালী থেকে সাতক্ষীরা পর্যন্ত গেটলক সার্ভিস চালু হচ্ছে । এ বিষয়টিকে কেন্দ্র করে সাধারণ যাত্রীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। গাবুরার চাঁদনীমুখা গ্রামের আব্দুল কাদের বলেন, শুনলাম গেটলক সার্ভিস চালু হচ্ছে আমরা উপকূলের মানুষ খুব খুশি তবে এটি যেন বন্ধ না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। প্রতিবারই গেটলক সার্ভিস চালু হয় আবার কয়েক দিনের মধ্যে দু’পক্ষের সংঘর্ষে বন্ধ হয়ে যায়। দাতিনাখালী গ্রামের খুরশিদা বলেন, সাতক্ষীরা গামী যাত্রীরা দীর্ঘদিন ভোগান্তির স্বীকার হয়েছে। বিশেষ করে মুন্সিগঞ্জ হতে কালীগঞ্জ ও কালিগঞ্জ হতে সাতক্ষীরার যাত্রীদের গাড়ী পরিবর্তনের বিষয়টি বেশ জটিলতা সমিকরন ছিল। আবারও গেটলক সার্ভিস চালু হচ্ছে এটি যাত্রী সাধারণ মনে অনেক প্রাশান্তির ছোয়া এসেছে। গেটলক সার্ভিস চালু মনে মানুষের এক অন্যরকম আনন্দ বিরাজ করছে এই এলাকায়। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কালিগঞ্জ শ্রমিক ইউনিয়নের কর্মকর্তা বলেন, শ্রমিকরা অসন্তুষ্ট কিন্তু যাত্রীদের দিকে তাকিয়ে সাতক্ষীরা ও কালীগঞ্জ মালিক সমিতির সমন্বয়ে জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবিরের তত্ত¡াবধানে আমরা গেট লক সার্ভিস চলাচলের ব্যবস্থা করেছি। তিনি আরো বলেন, যেহেতু দুটি মালিক সমিতির সমন্বয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেহেতু আগামীতে এটা বন্ধ হওয়ার সম্ভাবনা নেই। কালিগঞ্জ মালিক সমিতির সদস্য ফারুক হোসেন মোড়ল বলেন, সাতক্ষীরা – কালিগঞ্জ সড়কে গাড়ির সংখ্যা বেশি ও যাত্রীদের ভোগান্তি কমাতে গেটলক সার্ভিস চালু করা হয়েছে। এটি নিয়মিত চলবে বলে তিনি দাবি করেন। 8,596,591 total views, 4,470 views today |
|
|
|