জুলাই ৭, ২০২২
শার্শায় প্রায় ৩১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
![]() শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় ডিবি পুলিশের পৃথক দুটি অভিযানে ৩০ কেজি ৬৫০ গ্রাম গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই)দুপুরে গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।গ্রেফতারকৃত হলেন,মামুন শার্শা থানার কাশিপুর বাজারপাড়ার জুলফিকারের ছেলে। এবিষয়ে যশোর জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার জানান, ডিবি যশোরের এসআই মফিজুল ইসলাম একটা টিম শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করে।এ সময় ঘটনায় জড়িত আসামিরা দৌঁড়িয়ে পালিয়ে যায়,অপরদিকে ডিবি যশোরের এসআই আমিরুল ইসলাম একটা চৌকস টিম নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার কাশিপুর বাজারপাড়া এলাকা থেকে ৬৫০ গ্রাম গাঁজা সহ মামুনকে গ্রেফতার করা হয়।গ্রেফতার আসামির বিরুদ্ধে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে। 9,099,307 total views, 3,446 views today |
|
|
|