জুলাই ২৯, ২০২২
লাজ ফার্মা লিমিটেডের সাতক্ষীরা শাখা উদ্বোধন
![]() ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের স্বনামধন্য ঔষধ বিক্রেতা প্রতিষ্ঠান লাজ ফার্মা লিমিটেডের সাতক্ষীরা শাখার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৯ জুলাই) জুম্মা’র নামাজ শেষে শহরের জজ কোর্টের সামনে প্রতিষ্ঠানের সাতক্ষীরা শাখা কার্যালয়ে দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়। শীতাতপ নিয়ন্ত্রিত এই মডেল ফার্মেসীর উদ্বোধন করেন সাতক্ষীরা শাখার পরিচালক ইঞ্জি. আনিছুর রহমান। এসময় ইঞ্জি. আব্দুর রাশেদ মল্লিক, ইঞ্জি. শফিকুল ইসলাম, লাজ ফার্মা লিমিটেডের সাতক্ষীরা শাখার পরিচালকের ভাই ইন্সপেক্টর শহীদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। লাজ ফার্মা লিমিটেডের সাতক্ষীরা শাখার পরিচালক ইঞ্জি. আনিছুর রহমান জানান, ‘বছরে ৩৬৫ দিন সকাল ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত এই ফার্মেসী খোলা থাকবে। এখানে কোন প্রকার নকল ঔষধ কিনে প্রতারিত হওয়ার ভয় নেই। সরাসরি ফার্মাসিটিক্যাল কোম্পানী থেকে ঔষধ আনা হয় বিধায় ভেজাল মিশ্রিত হওয়ার সম্ভাবনা নেই। তাছাড়া এখানে সঠিক ও নিয়ন্ত্রিত তাপমাত্রায় ঔষধ রাখা হয়। ফলে ঔষধের কার্যকারীতা অক্ষুণœ থাকবে’। তিনি জানান, ‘এখানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা হয় না। ফলে ঔষধের বিরুপ প্রতিক্রিয়ার কোন ঝুঁকি নেই। ঔষধ সেবনবিধি সরবরাহকৃত ঔষধের প্যাকেটের সাথে স্টিকার আকারে যুক্ত করে দেয়া হয়, যা নিয়মিত ঔষধ সেবনে সকলকে সহায়তা করবে। এই ফার্মেসী থেকে ঔষধ নেওয়ার সময় সুদক্ষ ফার্মাসিস্ট ঔষধ সেবনের সঠিক নির্দেশনা দেবেন এবং ঔষধ সম্পর্কিত যে কোন প্রশ্নের উত্তর দেবেন’। তিনি আরো জানান, ‘যেহেতু লাজ ফার্মা একটি অত্যাধুনিক মডেল ফার্মেসী। এজন্য খুব শীঘ্রই ঔষধের হোম ডেলিভারি সিস্টেম চালু করা হবে’। 5,944,248 total views, 2,060 views today |
|
|
|