স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুল হক চঞ্চলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং সেই সাথে বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ- কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
শেখ কামরুল হক চঞ্চল শনিবার (২৩ জুলাই) অনুমান বিকাল সাড়ে ৪টায় সুলতানপুরস্থ নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি—রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। শোক বার্তায় বীর মুক্তিযোদ্ধা এমপি রবি বলেন, আমি শেখ কামরুল হক চঞ্চল’র মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও মর্মাহত। সে বাংলাদেশ আওয়ামী লীগের একজন দক্ষ কর্মী ছিলেন। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন–।