জুলাই ১৮, ২০২২
বল্লীতে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের
![]() আব্দুস সালাম, ঝাউডাঙ্গা প্রতিনিধি: সদর উপজেলার বল্লী ইউনিয়নের হাজিপুর বেড়পাড়া এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী আজমল হোসেন এর বিরুদ্ধে। এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার মামলা হয়েছে। উল্লেখ্য গেল মঙ্গলবার (১২ জুলাই) দুপুর আনুমানিক ১২ টার সময় সদর উপজেলার বল্লী ইউনিয়নের হাজিপুর বেড়পাড়া নামক স্থানে পার্শ্ববর্তী পাট ক্ষেতে এই ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে পালাতক আছে অভিযুক্ত ধর্ষক আজমল হোসেন( ৩৩)। এই ধর্ষণের চেষ্টা ঘটনায় হাজিপুর গ্রামের মৃত আঃ করিম মোড়ল এর পুত্র মুসানুর বাদী হয়ে আজমল হোসেন এর নামে সাতক্ষীরা সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। যার মামলা নং ৩০ তাং ১৫/৭/২২ বলে জানান যায়। অভিযুক্ত আজমল হোসেন (৩৩) সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের হাজিপুর বেড়পাড়া গ্রামের আরশাদ আলী বড় পুত্র এবং পেশায় একজন রাজমিস্ত্রী। ধর্ষিতা জানায়, আমার স্বামী বাদী হয়ে সাতক্ষীরা সদর থানার মামলা করে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ধর্ষকের উপযুক্ত শাস্তি দাবি করছি। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ স ম কায়ুম বলেন এ বিষয়ে সদর থানায় মামলা হয়েছে এবং আসামীকে ধরার চেষ্টা অব্যহত আছে। 9,124,436 total views, 339 views today |
|
|
|