জি এম রুস্তম আলী, বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পশ্চিম দূর্গাবাটিতে তেজ কটাল ও জোড়া গোণের প্রবল জোয়ারের চাপে ভয়াবহ ভাঙনের সৃষ্টি হয়েছে।
গ্রামের নারীরা জানান, ঘর-গৃহস্থলীর কাজে তাদের নানা প্রয়োজনে পানির ব্যবহার হয়ে থাকে। কিন্তু লোনা পানিতে সর্বস্থ হারানোর পর তাদের সেটুকুও সম্ভব হযে উঠছে না। এসময় পানির অভাবে বাধ্য হয়ে তাদের লোনা পানি ব্যবহারের ফলে একদিকে যেমন স্বাস্থ্যঝুঁকি, অপন দিকে চুলকানি সহ নানা পানিবাহিত রোগ হওয়ার আশংকা রয়েছে।
তবে শনিবার দুপুরের আগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় গাজী আল ইমরানের নেতৃত্বে স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম, সাতক্ষীরা-৪ আসনের সাংসদ পুত্র রাজীব হায়দারের নেতৃত্বে উপজেলা যুবলীগ, এনজিএফ পরিবেশ ক্লাব, এ্যাকুয়াম্যাক্স সী ফুড ক্ষতিগ্রস্ত এলাকায় সেফটি ট্যাংকে সুপেয় খাবার পানি বিতরণ করেন।
বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম বলেন, সুপেয় খাবার পানির সংকটের পাশাপাশি খাদ্য সংকটও দেখা দিয়েছে। আমাদের মান্যবর জেলা প্রশাসক হুমায়ুন কবির স্যার ভাঙন কল পরিদর্শন শেষে যে প্রতিশ্রুতি দিয়েছেন সে অনুযায়ী দূর্গাবাটি স্থায়ী পানির প্লান্ট থেকে অত্র এলাকার সকল পরিবার ওখান থেকে পানি সংগ্রহ করতে পারবে, এছাড়াও রবিবার থেকে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় গোপাল মোড়ে ভ্রাম্যমাণ পানির গাড়ীতে পানি বিতরণ করা হবে। আর জেলা প্রশাসকের ত্রাণ তহবিল ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে শিশু খাদ্য হিসেবে ১০০০ টি পরিবার প্রতি ২কেজি চিড়া ও আধা কেজি চিনি আমাদের ইউনিয়ন পরিষদে এসেছে। এটি ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের মাঝে বিতরণ করা হবে।
এদিকে শনিবার (১৬ জুলাই) বিকাল ৫টায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করেন সাতক্ষীরা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার, বিজিবি নীলডুমুর-১৭ ব্যাটালিয়ন এর সিও লেফটেন্যান্ট কর্নেল হাসান হাফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন, নীলডুমুর-১৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক শাহ খালিদ ইমাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি.এম আকবর কবীর, বুড়িগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভবতোষ কুমার মন্ডল, বুড়িগোয়ালিনী পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম প্রমুখ।