জুলাই ১৬, ২০২২
পশ্চিম দুর্গাবাটির বেড়িবাঁধ পরিদর্শনে এম পি জগলুল হায়দার
জি এম রুস্তম আলী, বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পশ্চিম দূর্গাবাটিতে তেজ কটাল ও জোড়া গোণের প্রবল জোয়ারের চাপে ভয়াবহ ভাঙনের সৃষ্টি হয়েছে। বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম বলেন, সুপেয় খাবার পানির সংকটের পাশাপাশি খাদ্য সংকটও দেখা দিয়েছে। আমাদের মান্যবর জেলা প্রশাসক হুমায়ুন কবির স্যার ভাঙন কল পরিদর্শন শেষে যে প্রতিশ্রুতি দিয়েছেন সে অনুযায়ী দূর্গাবাটি স্থায়ী পানির প্লান্ট থেকে অত্র এলাকার সকল পরিবার ওখান থেকে পানি সংগ্রহ করতে পারবে, এছাড়াও রবিবার থেকে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় গোপাল মোড়ে ভ্রাম্যমাণ পানির গাড়ীতে পানি বিতরণ করা হবে। আর জেলা প্রশাসকের ত্রাণ তহবিল ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে শিশু খাদ্য হিসেবে ১০০০ টি পরিবার প্রতি ২কেজি চিড়া ও আধা কেজি চিনি আমাদের ইউনিয়ন পরিষদে এসেছে। এটি ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের মাঝে বিতরণ করা হবে। 8,598,655 total views, 6,535 views today |
|
|
|