দেবহাটা প্রতিনিধি : দেবহাটা ঐতিহ্যবাহী শ্রী শ্রী গোকুলানন্দ বিদ্যাপিঠের কমিটি গঠন করা হয়েছে। বুধবার রাত ৮ টায় শ্রী শ্রী গোকুলানন্দ আশ্রমের নাথ মন্দিরে অনুষ্ঠিত সভায় উক্ত কমিটি গঠন করা হয়। আশ্রমের আচার্য গোবিন্দ গোস্বামী শ্রী শ্রী গোকুলানন্দ বিদ্যাপিঠে কর্মসূচি ঘোষণা করেন, সাপ্তাহিক গীতা স্কুল, গৃহে গৃহে সাপ্তাহিক হরিবাসর কার্যক্রম, সাপ্তাহিক ধর্মীয় সঙ্গীত শিক্ষা ও বাদ্য যন্ত্র শিক্ষা।
সামাজিক ও ধর্মীয় নৈতিক শিক্ষার মানুষত্ববোধে প্রতিটি শিক্ষার্থীকে জাগ্রত করে তোলা। শ্রীমতভাগবদ গীতা সঠিক নিয়মে পাঠ করা ইত্যাদি। সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে অধীর গাইনকে সভাপতি এবং গোবিন্দ গোস্বামীকে সাধারণ সম্পাদক করে শ্রী শ্রী গোকুলানন্দ বিদ্যাপিঠের কমিটি গঠন করা হয়। সভাতে উপস্থিত ছিলেন, ব্যাংক কর্মকর্তা বাবু বিশ্বজীৎ ঘোষ, শিক্ষিকা রুমা অধিকারী, দিপঙ্কর ঘোষ, এআইটি শুভঙ্কর বিশ্বাস, শিক্ষক বিষ্ণুপদ ঘোষ, ঝন্টু দে, শুভংকার রায়, সুব্রত বসাক, বিশ্বনাথ দাস, কার্তিক দাস প্রমুখ।