জুলাই ৩১, ২০২২
দেবহাটায় সরকারি জমিতে ঘর নির্মাণ কাজ বন্ধ করলেন ইউএনও
![]() দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় পারুলিয়াতে সরকারি জমিতে ঘর নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন উপজেলা প্রশাসন। একই সাথে অবৈধ স্থাপনা সরিয়ে নেবেন এই মর্মে মুচলেকা দিয়ে রেহাই পেয়েছে দখলদারা। সরেজমিনে দেখা গেছে, গত শনিবার উপজেলার পারুলিয়া-বদরতলা সড়কে দক্ষিণ পারুলিয়া এলাকায় সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ করছেন দক্ষিণ পারুলিয়া গ্রামের কেরামত মাস্টারের ছেলে সাবেক গ্রাম পুলিশ খোরশেদ আলী। বিষয়টি খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। এসময় তিনি অভিযুক্ত স্থাপনা নির্মাণকারী পরিবারের কাছে জমির মালিকানা কাগজপত্র দেখতে চাইলে তারা ব্যর্থ হওয়ায় খোরশেদ চৌকিদারকে আটক করা হয়। পরে বিষয়টি নিয়ে নির্বাহী অফিসারের কাছে মুচলেকা দিয়ে রেহাই পান খোরশেদ চৌকিদার। একই সাথে শ্রমিকদেরকে কাজ বন্ধ করে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেন নির্বাহী কর্মকর্তা। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, সরকারি জমিতে ঘর নির্মাণের খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়। ঐ ব্যক্তি ভবিষ্যতে সরকারি জমিতে ঘর নির্মাণ করবে না এই মর্মে মুচলেকা দেওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। 5,927,120 total views, 529 views today |
|
|
|