জুলাই ২৪, ২০২২
দেবহাটায় নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
![]() দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ এর আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে উপজেলার প্রধান সড়কে ব্যানার, ফেস্টুনে সজ্জিত এক বর্ণাঢ্য র্যালী বের হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, পরিকল্পিত মৎস্য চাষিদের মাঝে পুরষ্কার বিতরণ এবং মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর’র সভাপতিত্বে এবং সিনিয়র মৎস্য অফিসার আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্টিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব প্রমূখ। এসময় প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, শিক্ষা অফিসার শাহজাহান আলী, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন সহ বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ, মৎস্য চাষী ও খামারী, আড়ত মালিক ও মৎস্য রপ্তানীকারক ডিপোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তৃতাকালে রপ্তানিযোগ্য বাগদা ও গলদা চিংড়িতে অপদ্রব্য পুশ বন্ধের পাশাপাশি পরিকল্পিত পদ্ধতিতে দেশীয় বিভিন্ন প্রজাতির সাদামাছ উৎপাদন এবং এসব উৎপাদিত মাছ যাতে করে ‘নিরাপদ মাছ’ হিসেবে ভোক্তাদের কাছে পৌঁছে দেয়া সম্ভব হয়, সে লক্ষ্যে নানা পদক্ষেপ হাতে নেয়া হয়। পরে পরিকল্পিত মৎস্য চাষি ও ব্যবসায়ীদের মধ্যে আনারুল ইসলাম, লোনা ট্যাংরা মাছ চাষী রমেশ ঘোষ ও গাজীরহাট চিংড়ি মৎস্য ব্যবসায়ী সমিতিকে মৎস্য পুরষ্কার প্রদান করা হয়। 9,123,873 total views, 10,837 views today |
|
|
|