জুলাই ২১, ২০২২
দেবহাটায় গৃহহীন ও ভূমিহীনদের মাঝে গৃহ হস্তান্তর
![]() দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় গৃহহীন ও ভূমিহীনদের মাঝে গৃহ হস্তান্তর করা হয়েছে। সারাদেশের ন্যায় কেন্দ্রীয় কর্মসূচির সাথে মিল রেখে দেবহাটা উপজেলা পরিষদের সভা কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তানজিলুর রহমান, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আহজার আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, পারুলিয়া প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা, কুলিয়া প্যানেল চেয়ারম্যান প্রশান্ত কুমার, উপজেলা প্রকৌশলী শোভন সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার শওকাত ওসমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, শিক্ষা অফিসার মোঃ শাহজাহান, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুবিধাভোগীরা। এসময় ৫৪টি পরিবারের মাঝে গৃহ ও জমির মালিকানা হস্তান্তর করা হয়। 9,124,382 total views, 285 views today |
|
|
|