জুলাই ২৮, ২০২২
দেবহাটায় এক পরিবারের পানি নিস্কাশনের বিরোধে হয়রানির অভিযোগ!
![]() দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলার গরানবাড়িয়া গ্রামের মৃত আদর আলীর ছেলে মোক্তার আলীর বিরুদ্ধে এক পরিবারের পানি নিস্কাশনে বাধা সহ নানা ভাবে হয়রানি করার অভিযোগ উঠেছে। এছাড়া প্রতিপক্ষকে মিথ্যা ভাবে ফাঁসাতে একের পর এক অপপ্রচার চালিয়ে যাচ্ছে অভিযুক্ত মোক্তার আলী। ভূক্তভোগী পরিবারের সদস্য গরানবাড়িয়া গ্রামের আবদুল ওহাব সরদারের ছেলে রফিকুল ইসলাম জানান, আমাদের বাড়ির পানি নিস্কাশনের জন্য সাম্প্রতিক মাটির নিচ দিয়ে পাইপ বসানোর কাজ চলছিল। সেই সময় প্রতিবেশী মোক্তার আলীর বাড়ির সামনে দিয়ে খাস জমিতে পাইপ বসাতে বাধা দিয়ে কাজ বন্ধ করে দেয়। এরপর থেকে সে আমাদেরকে নানা ভাবে হয়রানি করে চলেছে। এছাড়া আমাদের রেকার্ডিয় জমির থেকে গাছ কেটে বাথরুমের সেফটি ট্যাংকি নির্মান করি। কিন্তু সে আমাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযোগ দায়ের করে। যা পরবর্তীতে সত্যতা মেলেনি। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্য্যালয়ে আমাকে ডেকে পাঠানো হয়। পরে নির্বাহী অফিসার বিষয়টি জেনে ট্যাংকির রাস্তার সাথে সমতাল করার নির্দেশ দেন। সেই মোতাবেক আমি সেফটি ট্যাংকির কিছু ইট ভেঙ্গে রাস্তা সমান করি। তারপরেও আমার প্রতিপক্ষ আমাদেরকে নানা ভাবে হয়রানি করে চলেছে। এমনকি মোক্তার আলী ১৩ শতক জমির মালিক হলেও সরকারি জমি সহ প্রায় ১ বিঘা দখল করে রেখেছেন। আমি তার হয়রানি থেকে রেহাই পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। এবিষয়ে মোক্তার আলী তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন। এমনকি রফিকুল সরকারি জমি দখল করে রেখেছে বলেও দাবি তার।
9,114,396 total views, 1,360 views today |
|
|
|