জুলাই ১৩, ২০২২
দুস্থদের মাঝে কুরবানির গোশত বিতরণ
আটুলিয়া (শ্যামনগর) প্রতিনিধি : মুসলিম এইড বাংলাদেশের সহায়তায় দারিদ্র ও দুস্থ পারিবারের মাঝে কুরবানির গোশত বিতরণ করেছে নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশন। প্রতি বছরের ন্যায় এবারও দারিদ্র ও দুস্থ, কুরবানি করতে অক্ষম এমন পরিবারদের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়। কুরবানির জন্য মুসলিম এইড বাংলাদেশ এর ৩ লক্ষ ৪২ হাজার টাকা আর্থিক সহায়তায় জেলার শ্যামনগর উপজেলার নওয়াবেকী, আশাশুনি উপজেলার প্রতাপনগর, সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল ও ধুলিহর, তালা উপজেলার খলিশাখালী ইউনিয়নে অতি দারিদ্র প্রতিবন্ধী বিধবা ও উপার্জনাক্ষম অভিভাবকহীন ৩শ’ ৫৮টি পরিবারের মাঝে ৫টি পশু কোরবানি করে ৪শ’ ৭৫ কেজি গোশত বিতরণ করা হয়। এ সময় এলাকাভেদে উপস্থিত ছিলেন এনজিএফ এর হেড অফ মনিটরিং এস এম মাহবুবুল আলম, ম্যানেজার ট্রেনিং আমিনুর রহমান, এরিয়া ম্যানেজার আমিরুল ইসলাম বাবু, আনিসুর রহমান আলমগীর হোসেন, সোহরাব হোসেন মমিনুজ্জামান (সুমন) ও সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকনগণ। সমগ্র বিতরণ ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও জনপ্রতিনিধিরা প্রত্যক্ষ ও নিবিড় সহায়তা প্রদান করেন। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মুসলিমদের প্রদানকৃত অর্থে মুসলিম এইড ও এনজিএফ প্রতিবছর এই উদ্যোগ গ্রহণ করে থাকে। 8,598,624 total views, 6,503 views today |
|
|
|