জুলাই ১, ২০২২
জয় মহাপ্রভু সেবক সংঘের উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
![]() মাহফিজুল ইসলাম আককাজ : শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০১ জুলাই) শহরের পুরাতন সাতক্ষীরাস্থ জেলা মন্দির প্রাঙ্গণ জয় মহাপ্রভু সেবক সংঘ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সংগঠনের সভাপতি গোষ্ঠ বিহারী মন্ডলের সভাপতিত্ব রথযাত্রার আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ, সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ এস.এম কাইয়ুম, জয় মহাপ্রভু সেবক সংঘ জেলা শাখার সহ-সভাপতি এ্যাড. সোমনাথ ব্যানার্জি, নিত্যানন্দ আমীন, জেলা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক অপূর্ব আদিত্য, জেলা মন্দির সমিতির সাবেক সাধারণ সম্পাদক কৃষিবিদ রঘুজিৎ গুহ, রথযাত্রা উদযাপন কমিটি ২০২২ এর আহŸায়ক অসীম কুমার দাস সোনা প্রমুখ। আলোচনা সভা শেষে ফিতা কেটে রথযাত্রার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জয় মহাপ্রভু সেবক সংঘের সাতক্ষীরা জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র দাস।
ক্যাপশন : জয় মহাপ্রভু সেবক সংঘের উদ্যোগে সাতক্ষীরা জেলা মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি। 9,099,312 total views, 3,451 views today |
|
|
|