ফারুক হোসাইন রাজ, কলারোয়া: বাংলাদেশ গ্রাম ডাক্তার রুরাল মেডিকেল প্রাকটিশনার আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির সাতক্ষীরার কলারোয়া পৌর শাখায় গ্রাম ডাক্তার শ্রী রবীন্দ্রনাথ দাসকে সভাপতি ও গ্রাম ডাক্তার আমানুল্লাহ আমানকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কমিটি গঠন করে গ্রাম ডাক্তারদের নিয়ে দিনব্যাপী চিকিৎসা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (৫ জুলাই) সকালে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে গ্রাম ডাক্তার আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি কলারোয়া শাখার সভাপতি কজী শামসুর রহমানের সভাপতিত্বে পৌর শাখা কমিটি গঠন করা হয়।
গ্রাম ডাক্তার ওয়েল ফেয়ার সোসাইটির উপজেলা সাধারণ সম্পাদক শেখ মামুন রেজার সঞ্চালনায় কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া থানা অফিসার ইনচার্জ ওসি নাসির উদ্দীন মৃধা।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্রাম ডাক্তার ওয়েল ফেয়ার সোসাইটি কলারোয়া শাখার উপদেষ্টা ডাঃ শেখ আব্দুল হান্নান, আরএমপি ওয়েল ফেয়ার সোসাইটির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ মিজানুর রহমান ডাবলু, জেলা শাখার সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার হাচান সিদ্দিকী লাভু, জেলা সহসম্পাদক ইবাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকারুজ্জামান জিল্লু, বিসিডিএস সভাপতি সামসুর রহমান, প্রধান শিক্ষক ও সাংবাদিক কামরুল হাসান, এমএ সাজেদ, আজকের পত্রিকার সাংবাদিক ফারুক হোসাইন রাজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি আনুষ্ঠানিক ভাবে গ্রাম ডাক্তার আরএমপি ওয়েল ফেয়ার সোসাইটি নবগঠিত কলারোয়া পৌর কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করে সকলকে সংঘবদ্ধভাবে সেবা দিয়ে কাজ করার আহ্বান করেন।