জুলাই ১৫, ২০২২
খুলনার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন কয়রার এবিএমএস দোহা
![]() কয়রা প্রতিনিধি : কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএমএস দোহা (বিপিএম) খুলনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলার মাসিক অপরাধ সভায় কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএমএস দোহা (বিপিএম) শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান (বিপিএম) এর কাছ থেকে বিশেষ সম্মাননা পুরস্কার লাভ করেন। কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএমএস দোহা (বিপিএম) মাদক, ওয়ারেন্ট তামিলকারী ও দাপ্তরিক কর্মকান্ড এবং সাফল্য মন্ডিত বিভিন্ন কার্যক্রম সুষ্ঠু, সুন্দরভাবে পরিচালনা করা এবং সুন্দরবনের জীব বৈচিত্র রক্ষায় সফল অভিযান বাস্তবায়ন করায় সার্বিক বিবেচনায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে মনোনিত হন। এর আগেও সাফল্য মন্ডিত বিভিন্ন কার্যক্রম সফল ভাবে সম্পন্ন করায় বিভিন্ন জেলা ও উপজেলায় শ্রেষ্ট পুলিশ অফিসার হিসেবে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরুষ্কারসহ অসংখ্য পুরস্কার লাভ করেন। ইতিমধ্যে তিনি কয়রায় মাদক দ্রব্য ও মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসীর বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন। তিনি সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে সকল মহলে প্রশংসিত হচ্ছেন। তিনি শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বচিত হওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। 5,927,155 total views, 564 views today |
|
|
|