জুলাই ২৯, ২০২২
কয়রায় সংস্কারের অভাবে ঐতিহ্যবাহি দীঘির বেহাল অবস্থা
মো. রউফ, কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনা জেলার কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নে অবস্থিত হাজার বছরের পুরনো ঐতিহ্যবাহি দীঘিটি সংস্কারের অভাবে দীর্ঘদিন যাবত বেহাল অবস্থায় পড়ে আছে। শুক্রবার (২৯ জুলাই) সকালে এ বিষয়ে স্থানীয়দের সাথে আলাপ করলে তারা জানান, আমাদের এলাকার হাজার বছরের পুরনো ঐতিহ্য দীঘিটা খুব করুন অবস্থায় আছে। একটি পাকা ঘাট ছিলো সেটি ভেঙে নষ্ট হয়ে গেছে। তারা আরো জানান, ‘আগে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষ এই দীঘিটা দেখতে আসতো। দীঘির পুরনো ঐতিহ্য না থাকায় এখন আর মানুষ আসে না’। এলাকাবাসীর দাবী দ্রæত সময়ে দীঘিটি সংস্কার করে পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনা হোক। সরজমিনে দীঘির পাশের জায়গা অবৈধ ভাবে দখল করে নিয়ে বিভিন্ন স্থাপনা চোখে পড়ে। বেদকাশি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মোঃ আব্দুল মাজেদ বলেন, ২০০৮ সালের দিকে আমরা এই দীঘিতে গোসল করতাম। কিন্তু ২০০৯ সালে আইলায় লবণ পানি দীঘিতে প্রবেশ করে। সেই থেকে দীঘিটি লিজ নিয়ে মাছ চাষ করা হয়। এখানে মাঝে মধ্যে পিকনিক করতে বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে। যদি দীঘিটা সংস্কার করে পুরনো ঐতিহ্য ফিরে আনা হতো তাহলে আবারও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হত এখানকার পরিবেশ। এ ব্যাপারে কথা হয় ইউপি চেয়ারম্যান আলহাজ কোম্পানি সরদার নূরুল ইসলামের সাথে। তিনি বলেন, ‘দীঘিটি সরকার প্রতিবছর টেন্ডার দেয়। যারা টেন্ডার পায় তারা মাছ চাষ করে, তবে সংস্কার হয় না’। 8,413,281 total views, 1,434 views today |
|
|
|