জুলাই ১, ২০২২
কালিগঞ্জে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় দি মডার্ন কচি কাঁচা ক্লাব টাইব্রেকারে জয়ী
![]() নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ সরকারি কলেজ মাঠে চার দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় নির্ধারিত সময়ে কালিগঞ্জ দি মডার্ন কচি কাচা ক্লাব ৩ গোল ও কুশুলিয়া কসমস ক্লাব ৩ গোল করলে খেলাটি টাইব্রেকারে গড়াই।
টাইব্রেকার কালিগঞ্জ মডার্ন ক্লাব ৩-২ গোলে কুশুলিয়া কসমস ক্লাবকে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
দি মডার্ণ কচি কচি ক্লাবের আয়োজনে চার দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা শুক্রবার (১ জুলাই) বিকেল ৫ টায় কালিগঞ্জ সরকারি কলেজ মাঠে ডি মডার্ন ক্লাব কালিগঞ্জ ও কুশুলিয়া কসমস ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি ছিলেন কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক ও ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু,প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি ওহিদুল ইসলাম ছোট, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, সদস্য হাবিবুল্লাহ বাহার প্রমুখ।
9,109,840 total views, 13,979 views today |
|
|
|