২১ জুলাই(বৃহস্পতিবার) বিকাল ৪ টায় লিডার্স এর উদ্যোগে বুড়িগোয়ালিনী ইউনিয়নের দ্বীপায়ন স্কুলের সামনে উচ্চ জোয়ারে ক্ষতিগ্রস্থদের মাঝে সুপেয় পানি বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে সুপেয় পানি বিতরণ উদ্বোধন করেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন লিডার্স এর প্রকল্প সমন্বয়কারী মোঃ শওকত হোসেন, প্রশাসনিক কর্মকর্তা অসিত কুমার মন্ডল প্রমূখ।
জলবায়ু পরিবর্তনের কারণে পানির উচ্চতা আগের চেয়ে বেড়েছে। ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের কারণে উপক‚লের মানুষের সংকট দিন দিন বাড়ছে। গত কয়েক বছর আগে উচ্চ জোয়ারের প্রভাব এত প্রকট না থাকলেও গত বছর এবং সম্প্রতি উচ্চ জোয়ারের প্রভাবে উপক‚লের বেড়িবাঁধ উপচিয়ে পানি লোকালয়ে প্রবেশ করে মানুষকে ঘর ছাড়া করেছে। খাদ্য, পানি সহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণের সংকট প্রকট আকার ধারণ করেছে।
গত ১৪ জুলাই উচ্চ জোয়ারে দূর্গাবাটী গ্রামে বেড়িবাঁধ ভেঙে দশটি গ্রামের প্রায় পনের হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়ে। এসব গ্রামে শত শত মিষ্টি পানির পুকুরগুলো লবণ পানিতে তলিয়ে যায়। পানি বন্দী এসব মানুষ খাদ্য, পানি সহ অন্যান্য সংকটে পড়ে। বিশেষ করে পানির সংকট প্রকট আকার ধারণ করেছে। লিডার্স এই এলাকায় পানির সংকট সমাধানে প্রতিদিন ১০০০ লিটার পানি বিতরণ করবে। (প্রেস বিজ্ঞপ্তি)।