জুলাই ১, ২০২২
আশাশুনি বদরতলা স্কুলে আইন শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা
![]() সমীর রায়, আশাশুনি : আশাশুনি উপজেলার বদরতলা জেসি মাধ্যমিক বিদ্যালেয়ে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ১০.৩০ টায় মাধ্যমিক বিদ্যালয়ে আশাশুনি থানা পুলিশের উদ্যোগে বিদ্যালয় পরিচালনা কমিটির বাস্তবায়নে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ ওবায়দুল্লাহ, আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসেন, বিট পুলিশিং কর্মকর্তা এসআই ইমরান হোসেন। ওসি মোমিনুল ইসলাম বলেন, আগামী এক মাসের মধ্যে এলাকা মাদক মুক্ত করা হবে। ইভটিজিং হতে দেওয়া হবেনা। যারা মাছ চুরির সাথে সম্পৃক্ত তারা হুঁশিয়ার হয়ে যান। আমরা সকল অন্যায় ও অপরাধ দমনে বদ্ধপরিকর। কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, অচিরেই ব্যবসায়ীদের নিয়ে বদরতলা বাজার কমিটি গঠন করা হবে। আইন শৃঙ্খলা রক্ষাসহ সকল ভাল কাজে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। 9,124,282 total views, 185 views today |
|
|
|