জুলাই ৩১, ২০২২
আশাশুনির এসি ল্যান্ড শাহীন সুলতানার বিদায় সংবর্ধনা
নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানাকে বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (৩১ জুলাই) বেলা ১ টার দিকে সহকারী কমিশানর (ভূমি) এর কার্যালয়ে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। উপজেলা ভূমি অফিস ও সকল ইউনিয়ন ভূমি অফিসের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমান। আনুলিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা যতীন্দ্র নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সার্ভেয়ার অমল কান্তি ঘোষ, এসি (ল্যান্ড) অফিসের ভারপ্রাপ্ত প্রধান সহকারী আবুল কালাম আজাদ, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (সদর) রনজিৎ কুমার মন্ডল, ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা (দরগাহপুর) প্রদীপ কুমার গাইন, ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা (বড়দল) আঃ মজিদ ও এসি ল্যান্ড অফিসের অফিস সহায়ক গোপাল চন্দ্র মজুমদার। বক্তাগণ বিদায়ী কর্মকর্তার ২ বছর ৬ মাসাধিক সময় আশাশুনিতে সরকারি দায়িত্ব পালনে যে সফলতা দেখিয়েছেন তার বর্ণনা তুলে ধরে বক্তব্য রাখেন। তার কৃতকর্মকে তারা তাদের জন্য অনুস্মরনীয় হয়ে থাকবে এবং ভবিষ্যতে তারা তেমনি ভাবে অফিসের কাজে মনোনিবেশ করবেন বলে ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিদায়ী ও সংবর্ধিত অতিথি সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা বিদায়ী বক্তব্য রাখেন। বিদায়ী অতিথি ২০২০ সালের ২০ ফেব্রæয়ারি আশাশুনিতে এসি (ল্যান্ড) হিসাবে যোগদান করেন। গত ২৮ জুলাই তিনি বদলী হন। তাকে পরিবেশ অধিদপ্তর খুলনায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে বদলী করা হয়েছে। 8,184,983 total views, 7,344 views today |
|
|
|