জুলাই ৭, ২০২২
আশাশুনিতে খানাখন্দে ভরা বুধহাটা-কালিবাড়ি ৪ কি.মি. সড়কটি দ্রæত সংস্কার দাবি
সমীর রায়, আশাশুনি : সাতক্ষীরার আশাশুনিতে বুধহাটা-কালিবাড়ি সড়কের প্রায় ৪ কি.মি. কার্পেটিংয়ের সড়ক খানাখন্দে পরিনত হয়েছে। বুধহাটা ইউনিয়নের পাইথালি গ্রাম থেকে শোভনালী ইউনিয়নের কালিবাড়ি বাজার পর্যন্ত ভারী যানবাহনের চাপে সড়কটির বিভিন্ন স্থানে পিচ ও খোয়া উঠে বড়বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব খানাখন্দে পানি জমে সব ধরনের যানবাহন চলাচল বিপজ্জনক হয়ে উঠেছে। প্রতিদিনই এ সড়কটিতে যানবাহন দুর্ঘটনায় গাড়ি বিকল হয়ে পড়ার পাশাপাশি যাত্রীরা শারীরিক ও অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানান ওই এলাকার ইউপি সদস্য মতিয়ার রহমান। তিনি জানান- পাইথালী বাজার থেকে কালিবাড়িগামী সড়কের পাইথালী গ্রামের হাফিজুল ইসলাম, নৈকাটি গ্রামের প্রভাষক মোখলেছুর রহমান ময়নার বাড়ির সামনে ও শোভনালী ব্রীজের দক্ষিণ দিকে কার্লভাটের পর থেকে সড়কের বিভিন্ন স্থানে বড়বড় গর্তের সৃষ্টি হয়েছে। কয়েকটি ইটভাটার ইটসহ বিভিন্ন পন্য বোঝাই ভারী যানবাহন চলাচলের কারণে শুকনো মৌসুমে ধুলো-বালি আর বর্ষা মৌসুমে কাদাপানিতে যানবাহনের চাকা আটকে ঘন্টার পর ঘন্টা যান চলাচল ব্যহত হয়।
মঙ্গলবার সকালে এ সড়কে একটি ইজিবাইক উল্টে চাম্পাফুল ইউনিয়নের একই পরিবারের ৫ সদস্য আহত হয়েছে। দুর্ঘটনার সময় তাদের কাছে থাকা দুটি দমি স্মার্ট ফোন সড়কের গর্তের পানিতে পড়ে নষ্ট হয়ে যায়।
আশাশুনি সরকারি কলেজের প্রভাষক (সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা) শাহাদাৎ হোসেন টিটল জানান- অনতিবিলম্বে সংস্কার করা না হলে বর্ষা মৌসুমে ক্ষতিগ্রস্ত এ সড়কটিতে ছোট-বড় কোন যানবাহনই চলাচল করতে পারবে না। সড়কটি দ্রæত মেরামত করে যানবাহন চলাচলের উপযোগী করা প্রয়োজন। 8,605,642 total views, 13,521 views today |
|
|
|