মোঃ রউফ কয়রা, খুলনা: সুন্দরবনের কোল ঘেষে গড়ে উঠা কয়রা উপজেলার বেশির ভাগ মানুষ জেলেও কৃষক প্রতিবছর কৃষকেরা আমন ধান চাষ করে তাদের জীবিকা সহ দেশের বিভিন্ন এলাকায় ধান রপ্তানি করে থাকে। কয়রা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা গেছে এবছর কয়রায় ১৭হাজার হেক্টর জমিতে আমন ধান চাষ করা হবে।
এবিষয় কথা হয় কয়রা সদরের ৫ /৬ নং কয়রা গ্রামের কয়েক জন কৃষকের সাথে কথা হলে বলেন এখন আমন ধান চাষ করার মৌসুম বিজ তলা ও প্রস্তুত করে বিজ রোপণ করা হয় কিন্তু বৃষ্টি না হওয়ায় চরম বিপাকে পড়েছি। বিজ রোপণ করে বৃষ্টি না হওয়ার কারণে বিজ থেকে চারা বের হয়ে মারা যাচ্ছে কারণ বিজ তলায় পানি নেই। অনেক কৃষক বলছে সময় মতো বৃষ্টি না হওয়া বিজ তলায় ফাঁটল ধরছে। এদিকে গত শুক্রবার জুমার নামাজের পারে কয়রায় প্রতিটি মসজিদে বৃষ্টির জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়।