জুন ১০, ২০২২
কলারোয়ায় ভুয়া পুলিশ আটক
কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় রাফসান জনি নামে এক ভূয়া পুলিশকে আটক করেছে কলারোয়া থানা পুলিশ। শুক্রবার দুপুর ১২ টার দিকে পৌরসদরের মাছবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। সে কলারোয়া উপজেলার ব্রজাবকসা গ্রামের মৃত বজলুর রহমান সরদারের ছেলে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা জানান, রাফসান জনি দীর্ঘদিন ধরে এলাকায় নানা ধরনের অপকর্ম করে বেড়ায়। সে কখনও বিকাশের ব্যবসার আড়ালে হুন্ডির ব্যবসা, বিভিন্ন দেশে লোক পাঠানোর নামে প্রতারনা ও মাদকের ব্যবসা করেন। এ সমস্ত অপকর্ম করার জন্য নিজের ব্যবহৃত টিভিএস মটর সাইকেলে পুলিশ লেখা লোগো ব্যবহার করে নিজেকে পুলিশ হিসেবে পরিচয় দিয়ে দেশের বিভিন্ন জায়গায় অপকর্ম করে বেড়ায়। এ রকম পরিচয় দিয়ে সে মূলত সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতো। ওসি আরো জানান, কিছুদিন ধরে প্রতারক জনির প্রতারণার অভিযোগ আসছিলো পুলিশের কাছে। শুক্রবার দুপুরে মাছ বাজারের সামনে পুলিশ লেখা মটর সাইকেল দেখে সন্দেহ হলে তাকে আটক করা হয়। সে পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়, দেশের বিভিন্ন জায়গায় চলাফেরা করতে গেলে পুলিশ লেখা থাকলে, চলতে সুবিধা হয়। এ ঘটনায় প্রতারক রাফসান জনির নামে কলারোয়া থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছিল বলে জানা যায়। 8,583,967 total views, 653 views today |
|
|
|