কামাল হোসেন: আশাশুনি উপজেলার শ্রীউলা ও প্রতাপনগর আংশিক ইউনিয়নে চলছে রমরমা জুয়া ও গাঁজার আসর। হিজলিয়া ও কলিমাখালীর চৌরাস্তার একটু পূর্ব পাশে একটি পরিত্যক্ত বাড়িতে কয়েক জন ব্যক্তির পরিচালনায় বিগত কয়েক দিন যাবৎ প্রকাশ্যে চলছে গাজাও জুয়ার আসর সর্ব উচ্চ আদালত নিষিদ্ধ করার পরও দেশের আইন অমান্য করে প্রকাশ্যে গাঁজা ও জুয়ার আসর বসিয়ে এলাকায় এক ত্রাসের রাজত্ব করছে হিজলীয়ার সিরাজুল ওরফে তাস ও অপেরা সিরাজুল,সুমন,ও শ্রীউলার নাছিমরা।
স্থানীয় ইউপি সদস্য মঞ্জুরুল কে জিজ্ঞেস করলে সে বলেন সিরাজুল গং রা তার কথার কোন মূল্য দিচ্ছে না,তারা বলছে আমরা উপরের প্রশাষনকে টাকা দিয়ে ম্যানেজ করে সবকিছু ঠিক করে এসেছি।আমি খেলা চালিয়ে যাবো,আমার কোন সমস্যা না বলে। খেলায় বেশির ভাগ উঠতি বয়সের ছেলেদেরকে দেখা যাচ্ছে।এমন অবস্থা চলতে থাকলে খুব তাড়াতাড়ি এলাকার সামাজিক অবস্থা খারাপ হবে বলে এলাকাবাসীর ধারণা তাই উর্ধতন কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছে অএ এলাকার সাধারণ এলাকাবাসী।